Site icon Kazi Nishat IT

ডাটা এন্ট্রির আদ্যোপান্ত ও ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার পরিকল্পনা

ডাটা এন্ট্রি অন্যতম একটি সম্ভমনাময় সেক্টর।বর্তমান যুগে ডাটা সবচেয়ে মূল্যবান সম্পদ । যার কাছে যত ডাটা আছে সে তত শক্তিশালী । তাই বুজতেই পারা যাচ্ছে যে এটি অত্তান্ত সম্ভবনাময় সেক্টর । এই আর্টিকেল এ আমরা আলোচনা করব-

ডাটা এন্ট্রির পরিচয়

এই সেক্টর এর কাজ হল টাইপিং এর মাধ্যমে কোন ডাটা কে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাট এ রুপান্তর করা এবং ডাটা গুলোকে ভালভাবে সংরক্ষণ করা। ধরা যাক পেপার এ একটি আর্টিকেল আছে সেটি টাইপিং এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল ফাইলে রূপান্তর হল একধরনের ডাটা এন্ট্রি।

 

কি কি ক্ষেত্রে এটি ব্যবহিত হয়

ডাটা এন্ট্রির কাজ বিস্তর-

এই সেক্টর এ দক্ষতা বাড়াতে কি কি বিষয় প্রয়োজন

কোন সেক্টরে ডেভেলপ করতে হলে কিছু স্কিল প্রয়োজন হয়, নিচে তা লেখা হল-

ডিজিটাল মার্কেটিং এ ডাটা এন্ট্রির প্রভাব

ডিজিটাল মার্কেটিং এ ডাটা এন্ট্রি অন্যতম বিশেষ অংশ। বিভিন্ন ক্ষেত্রে লিড সংগ্রহ করে কোন জায়গায় সংরক্ষণ করতে হয়, আকাধিক লিড গুলো কে নিয়ে ডাটাবেস তৈরি করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা লিড ইমেজ আকারে পাই তাই একে লেখে স্টোর করতে হয়। অনেকের নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে অনেকে চাকুরী নিয়োগ বিজ্ঞপ্তি দেন, সে ক্ষেত্রে ডাটা গুলো সংরক্ষণ করে অ্যাড করতে হয়। উপরক্ত ঊধারন গুলো থেকে আমরা দেকতে পাই যে ডিজিটাল মার্কেটিং এ ডাটা এন্ট্রি একটি অবিছেদ্দ অংশ।

https://www.linkedin.com/pulse/everything-you-need-know-content-writing-data-entry-operator-l/

Exit mobile version