ফটো এডিটিং করে সহজে শত শত ডলার আয় করার গল্প এখন প্রতিষ্ঠিত সত্য। আপনার হাতে থাকা মোবাইল কিংবা বাসায় অযত্নে পরে থাকা পিসি কে কাজে লাগিয়ে আপনিও অনলাইনে ইনকাম শুরু করে দিতে পারেন খুব সহজে ।
পিকচার এডিটিং সাউন্ড টি যতটা সিম্পল শোনায় এর কাজের ব্যাপ্তি তার চেয়ে বহুগুণে বিশাল। যেমন ধরুণ , আপনি আপনার যে কোন পণ্য বা সার্ভিসকে যদি অনলাইনে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে প্রথমত আপনার প্রয়োজন চমৎকার একটা ফটোশপ প্রেজেন্টেশন । তাই আসুন ছবি এডিটিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই ।
ফটো এডিটিং কী
যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে খুব ছোটোখাটো জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরিবর্তন করে চমৎকার একটা লুক দেওয়ার প্রক্রিয়াকে ফটো এডিটিং বলে ।
পিকচার এডিটিংয়ের প্রয়োজনীয়তা
- সাধারণ একটা ছবিকে অসাধারণ রূপ দেওয়া ।
- কোন পণ্য বা সার্ভিস সম্পর্কে কাস্টমারকে আগ্রহী করে তোলা ।
- ডিজিটাল প্লাটফর্ম এ কোন বিজনেসকে Brandingকরা।
পিকচার এডিটিং টুলস
অনেক এডিটিং টুলস এর মধ্যে জনপ্রিয় Best photo editing tools শেয়ার করবো আপনার সাথে। এই টুলস গুলো রপ্ত করে আপনি হয়ে যেতে পারেন Photo Editing Specialist। চাইলে ট্রাই করতে পারেন।
Apps
- picsart
- pixellab
- pixlr
- photogrid
- Prisma
- Airbrush
- Adobe lightroom
- Adobe photoshop (pc)
- Adobe illustrator (pc)
websites
- canva.com
- simplified.com
- Ipiccy.com
- Photopea.com
ফটো এডিটিং স্কিল
- ফিলাটারিং
- ব্রাশিং
- কালার কম্বিনেশন
- ক্রপ এন্ড রোটেশন
- ব্লার
- ব্যাকগ্রাউন্ড রিমভিং
এই স্কিল গুলো Youtube বা যে কোন মেন্টরের কাছ থেকে সহজে লার্নিং করা সম্ভব ।
পিকচার এডিটিং নিয়ে কিছু কথা
পিকচার ফটো এডিটিং এখন মোবাইল দিয়েই করা যায় খুব ইজিলি । এক সময় যা শুধু পিসি নির্ভর ছিল । তখন স্কিল্ না থাকলে যে কারও জন্য ছবি এডিট করা ছিল বেশ কঠিন কাজ। কিন্তু এখন মোবাইলে Simple photo editing করা যাবে কোন প্রকার স্কিলের টেনশন ছাড়াই। Canva সহ অনেক রেডিমেড টুলস পাওয়া যায় যেগুলোর সাহায্যে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে সুন্দর একটা Image edit করা সম্ভব।
Importance of photo editing
The Importance of photo editing may differ from sector to sector. Photo editing is an art that gives an extraordinary look to a simple photo. In this modern age, digital marketer says, an -good- looking edited photo is the language of marketing/advertisement. So some importance of photo editing is presented here as why we need to make a simple photo editing.
- Creating effective brand value.
- Enrichment of business growth.
- Unique / Eye-catching presentation.
- Increasing business credibility.
- Optimized marketing on digital platforms.
- Gaining a better impression or engagement.
- Must be a need for news publishers, service providers, and advertising agencies.
Sometimes, customers make their purchase decision based on a clear, transparent, and striking picture on any e-commerce website. So e-commerce photo editing work from home will be given you an advantage for photo editing earn money. So don’t waste your time. Just jump to the work.
ফটো এডিটিং এ ক্যারিয়ার
লক্ষ্য যদি অটুট থাকে আপনার, তবে শুধু Picture Editing স্কিল শিখে ঘরে বসেই আয় করে ফেলতে পারেন লাখ লাখ টাকা। প্রয়োজন শুধু স্কিল্ড হওয়া। আপনি যদি জনপ্রিয় মার্কেট প্লেস Fiverr এবং Upwork এ যান, তাহলে দেখবেন প্রতিদিন অসংখ্য ফ্রিল্যান্সার ১৫$ থেকে ৫০০$ পর্যন্ত পিকচার এডিটিং এর উপর সার্ভিস দিয়ে থাকেন। ক্ষেত্র বিশেষে সরকারি প্রজেক্ট SEIP সহ যে কোন প্রতিষ্ঠান থেকে ও শেখা সম্ভব।
তা ছাড়া অনেক লোকাল / ফরেন কোম্পানিতে থাকছে রিমোট জব করার সুযোগ। তাই আপনার সময়কে ফটো স্কিল অর্জনে রূপান্তর করে আপনিও হয়ে উঠুন একজন সফল Photo Editor.