Site icon Kazi Nishat IT

গ্রাফিক্স ডিজাইন: ক্যারিয়ারের এক নতুন দিকের উন্মোচন

গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটি আর্ট বা শিল্প। একজন ডিজাইনার কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে তথ্যকে সৃজনশীলতা দিয়ে বিভিন্ন ডিজাইন এর মাধ্যমে দৃশ্যমান ধারণা তৈরি করে এবং তা গ্রাহকের সামনে তুলে ধরে। গ্রাফিক্স হল আর্ট এবং টেকনোলজী এর সমন্বয়ে তথ্য উপস্থাপন এর একটি প্রক্রিয়া।

গ্রাফিক ডিজাইনের প্রকারভেদঃ

এটি মুলত ২টা ভাগে বিভক্ত-

  1. স্টিল ইমেজ গ্রাফিক্স
  2. মোশান গ্রাফিক্স

এছাড়া গ্রাফিক ডিজাইনের ৮টি মৌলিক ধরনের হল:

  1. ভিজ্যুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন
  2. মার্কেটিং এবং বিজ্ঞাপন গ্রাফিক ডিজাইন
  3. ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন
  4. প্রকাশনা গ্রাফিক ডিজাইন
  5. প্যাকেজিং গ্রাফিক ডিজাইন
  6. মোশন গ্রাফিক ডিজাইন
  7. পরিবেশগত গ্রাফিক ডিজাইন
  8. গ্রাফিক ডিজাইনের জন্য আর্ট এবং ইলাস্ট্রেশন

গ্রাফিক ডিজাইন এর টুলসসমুহঃ

গ্রাফিক ডিজাইনাররা তাদের তথ্য/ ধারনাকে জীবন্ত করতে সফ্টওয়্যারের উপর নির্ভর করে। সেরা গ্রাফিক ডিজাইন সফটওয়্যারগুলো হল ফটোশপ, স্কেচ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফিগমা, ডিজাইন বোল্ড এবং আফটার ইফেক্ট, মার্ভেল – প্রোটোটাইপিং টুল ইত্যাদি।

ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেন এতো জনপ্রিয়?

ক্যারিয়ার হিসেবে এটি বেশ জনপ্রিয় কারন ডিজাইন একটি সৃজনশীল পেশা। এই পেশার মুল হাতিয়ার হচ্ছে সৃজনশীলতা। বর্তমান বিশ্বে ভিজুয়াল কনটেন্ট এর চাহিদা বেড়ে  চলছে যার সাথে সাথে গ্রাফিক্সও অনেক বেশি চাহিদাপূর্ণ হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইটের কাজের জন্যে এখন এটি অপরিহার্য হয়ে উঠেছে।

এই পেশায় সবচেয়ে বড় দিক হল কাজের স্বাধীনতা যা সবাইকে এই পেশায় আসতে অনুপ্রেরণা দেয়। পাশাপাশি এই পেশায় উচ্চ শিক্ষার খুব বেশি প্রয়োজন নাই শুধুমাত্র দক্ষতা অজন করে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারা যায়। এছাড়া মার্কেটপ্লেসগুলোতে এর চাহিদা থাকার কারনে এই পেশায় অধিক আয়ের সুযোগ রয়েছে।

চিত্র: ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন শিখতে কত দিন লাগে?

গ্রাফিক ডিজাইন শিখতে যে সময় লাগে তা নির্ভর করে ব্যক্তির পূর্বের শিক্ষা এবং গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতার উপর। একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সাধারণত চার বছর সময় নেয়, যখন গ্রাফিক ডিজাইনের অনলাইন কোর্স কয়েক সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত স্থায়ী হয়। তবে গ্রাফিক্স ডিজাইনের প্রতি যদি আগ্রহ থাকে, তাহলে হয়ত এক মাসের মধ্যেই ডিজাইন শেখা সম্ভব।

গ্রাফিক্স ডিজাইন এর ভবিষ্যৎ

বর্তমানে সবকিছুই প্রায় অনলাইনে হয়ে গেছে এবং ধীরে ধীরে আরও বেশি হচ্ছে। তাইতো অনলাইনে ডিজাইনিং খুবই দরকার গ্রাহককে আকৃষ্ট করার জন্য। বর্তমানে আমাদের দেশে নতুন নতুন অনেক কোম্পানী তৈরি হচ্ছে তাদের ডিজাইনার প্রয়োজন হয় ভালো কাজ জানলে দেশীয় কোম্পানি-তে  জব করতে পারবেন। তাই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে বর্তমান চাকরীর বাজারে আপনাকে ঘুরতে হবে না। ভালো কাজ জানলে চাকরীই আপনাকে খুজে নিবে।

Exit mobile version