Site icon Kazi Nishat IT

ফেসবুক একাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে

ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া খুব কমন একটি বিষয় হয়ে দাড়িয়েছে। অনেকেই হ্যাকারের কাছ থেকে হচ্ছেন ব্ল্যাকমেইলের শিকার। অন্যদিকে একাউন্ট হ্যাক করে ফ্রেন্ড বা পরিচিতদের মেসেজ করে হাতিয়ে নিচ্ছে টাকা। এই সব ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিরাপদ থাকা যায় সাইবার সিকিউরিটির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে।

ডিজিটাল ফুটপ্রিন্ট

আমরা যেমন হাটলে আমাদের পায়ের ছাপ পড়ে, তেমনি অনলাইনেও আমরা কোন সাইট ব্রাউজিং করলে, কমেন্ট করলে কিংবা যে কোন একশনের মাধ্যমে আমরা কিছুনা কিছু তথ্য রেখে আসি। কোন হ্যাকার যখন আপনাকে ভিক্টিম বানায়, তখন আপনার সব তথ্যই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। আপনার বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা, পরিবারের সদস্যদের নাম, আপনি কোন মডেলের ফোন ব্যাবহার করেন ইত্যাদি নানা তথ্য আপাত দৃষ্টিতে দেখতে মূল্যহীন মনে হলেও, আসলে এগুলোই হ্যাকারের কাছে সোনার হরিন।

ধরুন, আপনি একটা বাইকের গ্রুপে আছেন। আপকামিং মডেলের একটা বাইকের পোস্টে আপনি কমেন্ট করলেন যে, “এই বাইকটা আমার স্বপ্নের বাইক”। এখন হ্যাকার একটা দরকারি তথ্য পেয়ে গেলো আপনার সম্পর্কে। এবার তারা একটি পেজ ডিজাইন করবে একদম বাইকের কোম্পানির ওয়েবসাইটের মত করে। এই বাইকটি লান্সিং উপলক্ষ্যে প্রথম ১০০ জনকে টেস্ট ড্রাইভ দেয়ার সুযোগ দেয়া হচ্ছে, তাদের জন্য রয়েছে পুরষ্কার, ইত্যাদি। খুব সহজেই আপনাকে ট্র্যাপ করে ফেলার সম্ভাবনা রয়েছে।

দুর্বল পাসওয়ার্ড

একসময় সাধারণ বাংলাদেশী ফেসবুক ব্যাবহারকারিদের একটি বড় অংশই পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার করতো নিজের ফোন নাম্বার। এছাড়াও নিজের প্রিয় মডেলের গাড়ির নাম, সন্তানের নাম, ব্যাবসা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি দিয়ে পাসওয়ার্ড দিলে তা হ্যাক করা তুলনামূলক সহজ। কারণ আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে অলরেডি হ্যাকার এই সকল তথ্য জানে।

অপরিচিত লিংক

আমরা অনেক সময় বিভিন্ন গেমস কিংবা অফার সামনে আসলে ক্লিক করি। অথবা অশ্লীল কোন পোস্ট সামনে আসলে ক্লিক করে বসি ভেতরে কি আছে দেখার জন্য। একটি ওয়ার্নিং দেখালো যে, আপনার মোবাইলে ভাইরাস আছে, ভাইরাস মুক্ত করতে এখানে ক্লিক করুন। আমরা সহজেই ক্লিক করে বসি। এই ধরণের অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। অপরিচিত কোন মেইল ওপেন করা যাবে না, লিংকে ক্লিক করা যাবে না, সফটওয়ার ইন্সটল করা যাবে না কিংবা মেসেজের রিপ্লাই করা যাবে না।

ফেসবুকের কিছু সিকিউরিটি ফিচার

ফেসবুকে আমার প্রতিটি ক্লিক হবে সতর্কতার সাথে। তাহলেই আমার একাউন্ট নিরাপদ থাকবে।

 

কাজী মাহমুদ বিন আবদুল্লাহ

সিইও, কাজী নিশাত আইটি

How to keep Facebook account safe

প্রকাশিতঃ অধিকরণ জুলাই ৩১, ২০২২

Exit mobile version