Site icon Kazi Nishat IT

ওয়েব ডিজাইন কি? কিভাবে শিখবো এর চাহিদা কেমন বর্তমানে

Web Design

Web Design

                                                 

ওয়েব ডিজাইন কি?

সহজভাবে বলতে গেলে কোন ওয়েব সাইটকে নিজের মন মতো করে সাজানোই হচ্ছে ওয়েব ডিজাইন. আপনার ওয়েব সাইট দেখতে কেমন হবে তা নির্ভর করে আপনার ডিজাইনের উপর।

আপনি নিজের মতো করে ওয়েব সাইটের বাহ্যিকরুপ প্রদান করতে পারবেন। আপনার সাইটে কোথায় মেনুবার থাকবে ,কোথায় টুলবার থাকবে ,ফন্ট কালার কেমন থাকবে ইত্যাদি এসব এই ডিজাইনের অন্তরভুক্ত এবং এগুলো আপনি ইচ্ছে মত সাজাতে পারবেন।

যে ভাবে শিখতে পারেন –

আমরা যদি কোন কিছু শিখতে যাই তাহলে সবার আগে আমারা সেটি নিয়ে গুগল করি নয়তো ইউটিউবে ঐ টপিকের উপর ভিডিও দেখি বা অনলাইনে কোন কোর্স কিনে সেটি দেখে শিখি। হ্যা এভাবে শিখা যায় কিন্তু এই শেখাটি যদি অফলাইনে শিখতে পারি তাহলে এটা আমাদের জন্য কার্যকর আর‌ও বেশি হবে।বাংলাদেশ সরকার SEIP এর মাধ্যমে এখন এই ওয়েব ডিজাইন প্রশিক্ষণটি দিয়ে থাকেন এছাড়াও সেখানে আর‌ও অনেক কোর্স করানো হয়।

একজন ওয়েব ডিজাইনার হতে যা যা শিখতে হবে-

ওয়েব ডিজাইন শিখার জন্য আপনাকে আগে কিছু বেসিক জিনিস জানতে বা শিখতে হবে:-

এছাড়াও অন্যান্য ডিজাইনের জন্য ফটোশপ এবং কনটেন্ট ম্যানেজমেন্ট এর জন্য WordPress সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে কেমন সময় লাগে?

যে কোন ক্ষেত্রেই প্রফেশনাল হতে অনেক সময় ও পরিশ্রমের প্রয়োজন।

পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারে নি।  তবুও এটা নির্ভর করবে আপনার শেখার আগ্রহ এবং এর বাস্তবায়নের  উপর।তবে দক্ষতা অর্জন নির্ভর করে আপনার অগ্রহের উপর তাই দক্ষতা অর্জনের জন্য চাইলে এখন থেকেই আগ্রহ নিয়ে শূরু করতে পারেন শেখা‌।

বর্তমানে ওয়েব ডিজাইন এর চাহিদা কেমন?

শুধু এতটুকুই জেনে রাখুন এর চাহিদা পূর্বেও ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে কিন্তু দুঃখজনক হচ্ছে চাহিদা অনুযায়ী দক্ষ ওয়েব ডিজাইনার পাওয়া যায় না তেমন একটা এর জন্য আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে কেননা বর্তমান সময় কম্পিটিশনের সময়।নিজেকে দক্ষ না করলে মার্কেট প্লেস এ টিকে থাকা অসম্ভব।  

ধরতে গেলে এখন সব কিছুই অনলাইনে হয়ে থাকে এর জন্য তাদের নতুন নতুন ওয়েব সাইট বানানো এবং ডিজাইনের প্রয়োজন হয় তাছাড়াও যে সকল পুরনো ওয়েব সাইট আছে সেগুলোর‌ও নতুন নতুন ডিজাইনের প্রয়োজন।

তাই এর চাহিদা নিয়ে না ভেবে নিজেকে দক্ষ করে তুলুন।

মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং

শিখে কোন কম্পানিতে বা কোনরকমের চাকরি না করেও আয় করতে পারবেন ইন্টারন্যাশন্যাল মার্কেটপ্লেসে থেকে। আর ওয়েব ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই English Language টা ভাল মত জানতে হবে যাতে  করে আপনি Client এর সাথে কথা বলে কাজ বুঝে নিতে পারেন সহজে।

মার্কেটপ্লেসগুলো হচ্ছে:-

 

Exit mobile version