Site icon Kazi Nishat IT

বর্তমান সময়ের ডিজিটাল মার্কেটিং কি ও ডিজিটাল মার্কেটিং এর উপায়

বর্তমান বিশ্বকে আমরা প্রযুক্তির ও আধুনিকতার যুগ বলি । এই যুগে আমাদেরকে আধুনিক ব্যবসা বাণিজ্যের জন্য, বিশ্বের সব খবরাখবর জন্য ডিজিটাল মাধ্যম প্রয়োজন । ডিজিটাল মাধ্যমে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে কয়েকগুন বাড়িয়ে নিতে পারি এবং বিশ্বময় ছড়িয়ে দিতে পারি । ডিজিটাল মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রচারণা করাই অনলাইন মাকেটিং বা ডিজিটাল মার্কেটিং ।

ডিজিটাল মার্কেটিং কি

মার্কেটিং (marketing) ইংরেজি  শব্দ ।  যার অর্থ হল বিপণন করা, প্রচার করা ।

সাধারনত কোন কিছু প্রচার-প্রচারণা করাই হল মার্কেটিং ।

কোন পণ্য কিংবা সেবা প্রদানের জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যম বা  প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে যে প্রচার-প্রচারণা করা হয় তাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি । যেটা অনলাইন মার্কেটিং নামে ও পরিচিত ।

 ডিজিটাল মার্কেটিং মানেই হলো এমন এক আধুনিক মার্কেটিং কৌশল যেখানে মূলত ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে ব্যবসা, পণ্য বা পরিষেবা গুলোকে প্রচার প্রচারনা করা হয় ।

ডিজিটাল মার্কেটিং করার উপায়

নিম্ন  উপায়ের বা প্রকারের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা হয় । তা তুলে দেয়া হল –

  1. এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization (SEO))
  2. এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং (Search Engine Marketing (SEM))
  3. কন্টেন্ট মার্কেটিং (Content Marketing)
  4. সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম (Social Media Marketing (SMM))
  5. এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
  6. ইমেইল মার্কেটিং (Email Marketing)
  7. সিপিএ মার্কেটিং (CPA Marketing)
  8. ব্লগ বা ওয়েব সাইট মার্কেটিং (Blog or Website Marketing)
  9. ইনফ্লোঞ্চার মার্কেটিং (Influencer marketing)

এসইও পূর্ণরূপ  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (search engine optimization)। সংক্ষেপে এসইও( SEO) বলা হয়। ডিজিটাল মার্কেটিং এর একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এসইও ।

গুগল, ইয়াহু, বিং এর মত সার্চ ইজ্ঞিন গুলোতে নিজের ওয়েবসাইটকে, নিজের প্রোডাক্ট গুলোতে সবার প্রথমে নিয়ে আসাটাই হল এসইও এর কাজ। বর্তমানে প্রত্যেকে কম-বেশি ব্রাউজার ব্যবহার করে। এখন প্রত্যেকে কোন একটা প্রোডাক্ট নেওয়ার আগে গুগল এ সার্চ করে জেনে নেই ঐ প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত। এরপর তার প্রোডাক্টটি ভাল লাগলে সে অর্ডার করে দেয়।

নতুন কোম্পানি স্টার্টআপ প্যাকেজ [সবগুলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস]

এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ হল SEM. যাকে পেইড মার্কেটিং ও বলা হয়। নিজেদের ওয়েবসাইট বা প্রোডাক্ট পেইজ গুলোকে টাকা ব্যায়ের মাধ্যমে যখন সবার সামনে মার্কেটিং করাই হল ।

কনটেন্ট হল আমরা যেকোন কিছু হতে পারে, যেমন: ছবি, অডিও, ভিডিও, টেক্স ইত্যাদি। আপনি যখন প্রচারণা করবেন । তখন আপনাকে কনটেন্ট গুলো সঠিকভাবে, সঠিক যায়গায়, সঠিক সময়ে ব্যবহার করতে পারেন । তাহলে আপনার ফলাফলও সঠিকভাবে পাবেন।

Exit mobile version