ডিজিটাল মার্কেটিং হচ্ছে মুলত অনলাইন মার্কেটিং যারা ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমগবব্য ক্রেতার নিকট ব্র্যান্ড প্রোমোশন করা। এটা হতে পারে ইমেল, social media, ওয়েব-এ্যাডভাইটাজিং এমনকি মাল্টিমিডিয়া ম্যাসেজ ও মার্কেটিং চ্যানেল হতে পারে। সহজ ভাবে বলতে গেলে আমাদের নিদিরসট কোনো পণ্য বা নিশকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রত্যাশিত ক্রেতার নিকট তথ্য পাঠানোর পন্থায় । ক্রেতাকে ডিজিটালি কোনো পন্য বা নিশ সম্পর্কে জানানো এবং সম্ভাব্য কাস্টমারকে পন্য কিনতে আগ্রহী করা ও এর আওতাভুক্ত।
কেন আপনারা শিখবেন?
আমাদের প্রত্যেক এরই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটালি আপ টু ডেট হতে হয়। এ ছাড়া যে কোনো জবের পাশাপাশি অতিরিক্ত ইনকামের উৎস হিসেবে ও ডিজিটাল মার্কেটিং পেশা হিসেবে নেয়া যায়। শুধু আমাদের দেশে ই নয় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে অনেকে এটাকে পেশা হিসেবে নিয়ে ক্যারিয়ার গঠন করছে। আমাদেরকে আমাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে এটা শিখা দরকার।
ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদঃ
- ফেসবুক মার্কেটিং
- ফেসবুক গ্রুপ
- এস ই ও
- ইউটিউব মার্কেটিং
- ইন্সট্রাগ্রাম মার্কেটিং
- ইমেল মার্কেটিং
- সোস্যাল মিডিয়া মার্কেটিং
- কন্টেন্ট মার্কেটিং
- অ্যাফিলিয়েট মার্কেটিং
এর সুবিধাঃ
আমাদের দেশে সাধারণত ট্র্যাডেশনাল মার্কেটিংকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু বর্তমান যুগে পদার্পণ করার ফলে ডিজিটাল মাধ্যমের যে সুযোগ-সুবিধা আমাদের হাতের নাগালে তা আমরা অনুভব করতে পারছি। ট্র্যাডিশনাল মাধ্যম থেকে ডিজিটাল মার্কেটিং পদ্ধতির এর মূল পার্থক্য তা নিচে তুলে ধরা হলোঃ
- সহজে ক্রেতার নিকট পৌঁছানো
- খরচ তুলনামূলক কম
- ক্রেতাকে সহজে বুঝানো যায়
- ফলপ্রসূভাবে ক্রেতাকে টার্গেট করা যায়
- সহজে পরিক্লপনাকে পরিবর্তন করা যায়
- অবস্থা বুঝে ক্যাম্পেন করা যায়
ডিজিটাল মার্কেটিংএর ইউনিক সেলিং পয়েন্ট
মার্কেটে প্রথমঃ
যখন কোনো প্রডাক্ট প্রথমে মার্কেটে আনা হয় ক্রেতার ঐ প্রডাক্টের উপর মনোযোগ বেশি যায় যেটা আমরা সুবিধা হিসাবে নিতে পারি।
ডিজিটাল মার্কেটিংসহজ ব্যবহারঃ
নতুন কোনো প্রডাক্ট বাজারে আনার পর সেটা যদি সহজে ব্যবহার করার বিষয়ে সম্বাব্য ক্রেতাকে সেই তথ্য পৌঁছায় দেয়া যায়, তাহলে ঐ নিশের গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে। ডিজিটাল মার্কেটিং এর কারনে, ক্রেতা তার পন্যর বিষয়ে ঘরে বসে সেই তথ্য সম্পর্কে জানতে পারবে।
কাস্টমার ভ্যালুঃ
যে কোনো মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো কাস্টমার সন্তুস্তি। তাই এটাশিখার এর মূল উদ্দেশ্য থাকবে ক্রেতাকে সন্তুস্তি প্রদান করা। যেন ক্রেতা তার সর্বাত্মক সেবা পায়।