Site icon Kazi Nishat IT

ওয়ার্ডপ্রেস কেন শিখবেন?

ওয়ার্ডপ্রেস কেন শিখবেন?

ওয়ার্ডপ্রেস কেন শিখবেন?

একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক কিছু জানা লাগে। HTML, CSS, Javascript ইত্যাদি ফ্রন্ট এন্ডের জন্য, এবং PHP, mySQL ইত্যাদি ব্যাক এন্ডের জন্য। এই সমস্ত ল্যাংগুয়েজ বেশ খটমটে, তাই সাধারণের জন্য এগুলো শিখে একটি ওয়েবসাইট তৈরি করা অনেক কঠিন।

ওয়ার্ডপ্রেস হল এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে কোন ধরণের ল্যাঙ্গুয়েজ জানা না থাকলেও আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো মাত্র ১-২ ঘন্টাতেও একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে ফেলা সম্ভব।

ওয়ার্ডপ্রেস দিয়ে যদি সব হয়ে যায় তাহলে এত এত ওয়েব ডেভেলপার, প্রোগ্রামারের কি কাজ?

আসলে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা প্রাইমারি প্লাটফর্ম, এবং শর্টকাট। খুব উচ্চমানের প্রফেশনাল কিছু তৈরি করতে গেলে আপনাকে HTML, CSS, Javascript ইত্যাদি ফ্রন্ট এন্ডের জন্য, এবং PHP, mySQL ইত্যাদি ব্যাক এন্ডের জন্য জানতেই হবে।

ধরুন, দাড়ি কাটতে হলে আমাদের সেলুনে যেতে হয়, একজন পেশাদার নাপিতের কাছে। কিন্তু ট্রিমার হচ্ছে এমন একটি যন্ত্র, যা দিয়ে আমরা ঘরে বসেই ২ মিনিটে দাড়ি ছোট করে ফেলতে পারি। তাঁর মানে এই না যে, আপনি ট্রিমার দিয়েই দাড়ির সব রকম ডিজাইন করে ফেলতে পারবেন, কিংবা সেলুনের মত ফিনিশিং করে ফেলতে পারবেন। ওয়ার্ডপ্রেস করে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমরা ট্রিমারের সাথে তুলনা করতে পারি।

ওয়ার্ডপ্রেস কি কি সুবিধা দিচ্ছে?

ওয়ার্ডপ্রেস নিয়ে কি কি জব রয়েছে লোকাল মার্কেট বা অনলাইন মার্কেটপ্লেসে?

এছাড়াও আরো অনেক অনেক কাজ রয়েছে মার্কেটপ্লেসে। ধরুন, মোবাইল ব্যাবহারকারি রয়েছে অনেক। তাই মোবাইল আপনি সেল করেন, কিংবা সার্ভিস করেন, কিংবা এর এক্সেসরিস সেল করেন, যেটাই করেন আপনার জন্য হিউজ অপরচুনিটি রয়েছে।

ওয়ার্ডপ্রেস কোথায় শিখবেন?

কাজী নিশাত আইটির একটি ওয়ার্ডপ্রেস ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী ০২-০৯-২০২২ (শুক্রবার)।  অনলাইনে লাইভ ক্লাস হবে জুম মিটিং এর মাধ্যমে সপ্তাহে ২ দিন (শুক্র-শনি) রাত ৯ টা থেকে। কোর্স ফী ৮০০ টাকা মাত্র

ভর্তির আবেদন ফর্ম

Exit mobile version