Site icon Kazi Nishat IT

ওয়েবসাইট তৈরি বিষয়ক ওয়ার্কশপ ও প্রশ্ন-উত্তর সেশন

ওয়েবসাইট তৈরি বিষয়ক ওয়ার্কশপ

ওয়েবসাইট তৈরি বিষয়ক ওয়ার্কশপ

আপনি যদি হোন একজন ই-কমার্স ব্যাবসায়ী কিংবা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। আপনার প্রতিষ্ঠান বা ব্যাবসায়িক ওয়েবসাইট কিংবা ই-কমার্স তৈরি করতে চাচ্ছেন। ওয়েবসাইট বিষয়টিতে একদমই ধারণা নেই বলে বুঝে উঠতে পারছেন না, ঠিক কোথা থেকে শুরু করবেন।

কেউ বলছে ওয়ার্ডপ্রেস ভালো, কেউ বলছে কাস্টম কোডিং করা সাইট ভালো। কেউ প্রাইসিং দিচ্ছে ৫০০০ টাকা, কেউ বলছে ৫০,০০০ টাকা। আপনি বুঝতে পারছেন না, ঠিক দাম অনুযায়ী মানের পার্থক্য কি কি হতে পারে।

ওয়েবসাইটের মালিক হিসেবে একজন ডেভেলপারের কাজ থেকে কোন কোন বিষয়গুলো বুঝে নেয়া আপনার উচিৎ। ফিউচার সাপোর্ট হিসেবে কি কি সাপোর্ট পাওয়া আপনার অধিকার, এই বিষয়গুলোতে সচেতনতা।

এই সবগুলো বিষয় মাথায় রেখে ঢেলে সাজান্য হয়েছে আমাদের ওয়ার্কশপ। মাত্র ১ ঘন্টার সেশনে, আমরা বছরের পর বছর ধরে অর্জন করা অভিজ্ঞতার একটু সারসংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করবো।

কি কি থাকছে আলোচনায়?

ওয়ার্কশপ কখন হবে?

কিভাবে জয়েন করবেন? – এই লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করুন

জয়েন করতে কি লাগবে?

মোবাইল বা ল্যাপটপ যে কোনটি দিয়েই জয়েন করতে পারবেন। আমাদের প্রেজেন্টেশনের পর উন্মুক্ত প্রশ্ন-উত্তর সেশন থাকবে। আপনাদের যা যা কনফিউশন আছে, সবটুকু ক্লিয়ার হয়ে নিতে পারবেন আশা করি

স্পেশাল কি কি থাকছে?

অংশগ্রহণকারীদের মধ্যে ১ জনের জন্য উপহার হিসেবে রয়েছে সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট। এবং বাকি সকলের জন্য রয়েছে বিশেষ ছাড়।

Exit mobile version