ওয়েব ডিজাইন কি
আমারা সাধারণত যেই প্রক্রিয়াতে ওয়েবসাইট তৈরি করি তাকেই ওয়েব ডিজাইন বলে। ওয়েব ডিজাইন দ্বারা একটি ওয়েবসাইটকে সাজানো হয়। কোথায় হেডার থাকবে, কোথায় মেনু থাকবে অথবা কোন জায়গায় কোন রং থাকবে ঐটা একজন ওয়েব ডিজাইনার নিশ্চিত করে। আর আপনি যদি এই সকল কাজ একসাথে করতে পারেন তাহলে আপনিও হয়ে যেতে পাড়বেন একজন ওয়েব ডিজাইনার। আর এই ওয়েব ডিজাইন শিখতে আপনাদেরকে যা যা শিখা লাগবে তাহোল HTML, CSS & Javascript।
কিভাবে ওয়েব ডিজাইন শিখবেন
আপনারা যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে এখন অনেক প্লাটফর্ম রয়েছে যেখানে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন। আগে এত বেবস্থা বা মাধ্যম না থাকলেও এখন অনেক বেবস্থা বা মাধ্যম রয়েছে যেখানে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন। যেমন এখন ইউটিউবে অনেক প্রফেশনাল, বেসিক, আডভান্স ওয়েব ডিজাইনের কোর্স রয়েছে। কিন্তু অনেকে তা জানে না যার ফলে তারা এইসব বিষয়ে অবগত নয়। শুধু ইউটিউবেই নয় বরং নানা ধরণের ওয়েবসাইটেও এখন এইসব ধরণের কোর্স করানো হয়।
ওয়েব ডিজাইন শিখতে হলে কি কি শিখবেন
ওয়েব ডিজাইন শিখতে হলে আমাদেরকে প্রথমে ল্যাংগুয়েজ শিখতে হবে। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলোর মধ্যে যে সকল ল্যাংগুয়েজ থাকে তাহোল HTML, CSS & Javascript।
এইচটিএমএল (HTML)
এইচটিএমএল হলো কোডিং তথা হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ। শুধুমাত্র এইচটিএমএল শেখার মাধ্যমে আপনি সাধারণ একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন এবং এইচটিএমএল হচ্ছে বেসিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
সিএসএস (CSS)
সিএসএস হচ্ছে এইচটিএমএল এর পরের ধাপ। সিএসএস-কে স্টাইল সিট বলে। ধরুন আপনি এইচটিএমএল দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছেন। এখন এই ওয়েবসাইটটি হচ্ছে একধরনের বাউনডারি যা দিয়ে আপনি একটি জায়গা দখল করেছেন। এখন এই জায়গাটিকে সাজাতে যে রং বা জিনিসপত্র লাগবে তাই হচ্ছে সিএসএস।
সিএসএস দিয়ে আপনি সাইটের ফন্ট কালার সাইজ, ইমেজ ইত্যাদি বসানোর কাজ করতে পারবেন।
জাভাস্ক্রিপ্ট (JavaScript)
সিএসএস এর পরের ধাপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট (JavaScript)। এইচটিএমএল ও সিএসএস এর পরে আপনাকে যে বিষয়ে জানতে হবে তা হল জাভাস্ক্রিপ্ট (JavaScript)। জাভাস্ক্রিপ্ট শেখার মাধ্যমে আপনি একজন দক্ষ ওয়েব ডিজাইনার হয়ে পড়বেন।
ওয়েব ডিজাইন শিখতে হলে কোন ওয়েবসাইট আপনাকে ফলো করতে হবে
(W3schools.com)
এইটাকে ওয়েব ডিজাইনিং শিখার বই বললেও চলে। কারন এই ওয়েবসাইট থেকে আপনি HTML, CSS & JavaScript এর সবকিছু জেনে নিতে পারবেন। আর এখানে প্রেক্টিস করার জন্য বিভিন্ন কোডও রয়েছে যা আপনি চাইলে চালিয়ে দেখতে পারবেন।
(Getbootstrap.com)
এটা হলো একটা ফ্রেমওয়ার্ক। এই ওয়েবসাইট টা আপনার ওয়েব ডিজাইন করার অভিজ্ঞতাই পরিবর্তন করে দিবে। অবশ্যই আপনাকে এটি নিজেই শিখতে হবে।
সেরা ওয়েব হোস্টিং কিভাবে চিনবেন?
ওয়েব ডিজাইনের কাজ কোথায় পাবেন
শুধু HTML এবং CSS শিখে খুব একটা ভালো মানের কাজ পাওয়া যাবে না। কারন বর্তমানে সবাই ডায়নামিক ওয়েবসাইট গুলো তৈরি করতে চায়। আবার অনেকেই ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট একসাথে চায়। যাকে ফুলস্টাক বলা হয়। তাই আপনাকে ডায়নামিক ওয়েবসাইট করাটা শিখতে হবে। তা না হলে আপনি নিখুত কোডিং করতে পারবেন না। কারন HTML এবং CSS কোড করার সময় ডায়নামিকের কথা মাথায় রেখে কোড করতে হয়। তা না হলে ডায়নামিক ওয়েবসাইট করার সময় অনেক ঝামেলা সহ্য করতে হয়। এখন আমি বলবো কোন কোন ওয়েবসাইটে আপনি কাজ খুজতে পারেন।
- upwork.com
- freelancer.com
- themeforest.net
একজন ওয়েব ডিজাইনার ও ওয়েব ডেভেলপার এর মধ্যে কি পার্থক্য রয়েছে
আমাদের মধ্যেই অনেকই আছে যারা ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভ্লোপমেন্ট দুইটাকে একই বিষয় মনে করি। কারণ দুইটা জিনিসেই ওয়েব শব্দটি যুক্ত আছে কিন্তু আসলে বিষয়টি ঠিক এইরকম নয়। কারণ যারা ওয়েব সাইট এর গঠন ঠিক করে এবং পরে একে বিভিন্ন রং, মেনু, বার, ছবি ইত্যাদি দিয়ে সাজায় তাদেরকেই ওয়েবডিজাইনার বলে।
আর এই ওয়েবসাইটকে যখন কেউ নিজ সুবিধা অনুযায়ী উপডেট করে বিভিন্ন ধরণের নতুন টুল এর ব্যাবহার করে ওয়েবসাইটটিকে আরও আকর্ষণীয় করে তোলে তখন তাকে ওয়েব ডেভোলপার বলে।
কিন্তু যদি আমার ভাষায় বলি তাহলে আমার মতে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলোপমেন্ট এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই। যারা ওয়েব ডিজাইন শিখে তারা একসময় কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে পরে তখন তারা ওয়েব ডেভেলপার হয়ে পরে।