Site icon Kazi Nishat IT

ফ্রিল্যান্সিং ওয়ার্ডপ্রেস শিখে নিজের ক্যারিয়ার গড়ুন

ওয়ার্ডপ্রেস কি এবংগুরুত্বপূর্ণ কেন?

এই আর্টিকেলের আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস এর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য  যেমন ওয়ার্ডপ্রেস কি ওয়াডপ্রেস এর কাজ কি এর সুবিধা অসুবিধা এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করা কতটা জরুরী ইত্যাদি বিষয়েএ ওয়ার্ডপ্রেস সম্পর্কে এ টু জেট ও  বিস্তারিত ধারনা দেওয়া হবে। ফ্রিল্যান্সিং ওয়ার্ডপ্রেস শিখে নিজের ক্যারিয়ার গড়ুন।

ওয়ার্ডপ্রেস হল   একটি  জনপ্রিয় ও সহজ মাধ্যম যেটি  ব্যাবহার করে আপনি খুব সহজেই একটি ব্লগ বা ওয়েবসাইট   তৈরি করতে পারবেন ।এটি হল একটি পপুলার ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ।যা নিজের ওয়েব সার্ভারে ফ্রীতে ইন্সটল করে যে কোনো ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন।পুরো পৃথিবীতে ৬৫%  ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা  তৈরি।

ওয়েবসাইট কত প্রকারের ও কি কি?

ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে

যেকোন ওয়েবসাইট তৈরি করার জন্য সার্ভার এর প্রয়োজন হয় সে ক্ষেত্রে ডোমেন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করতে হয় কিন্তু ওয়ার্ডপ্রেসে ডোমেন হোষ্টিং ছাড়াই  যেকোনো ওয়েবসাইট লোকালহোস্টের মাধ্যমে  তৈরি করতে পারে।

কতোগুলো লোকাল সার্ভারের নাম

প্লাগিন কি

প্লাগিন এক ধরনের অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ওয়েবসাইট নতুন নতুন ফিচার ও ফাংশন যুক্ত করতে পারে।

থিম কি

থিম হলো কিছু ফাইল এর কালেকশন যার মাধ্যমে আর্টিকেল,ছবি, অডি্‌-ভিডিও প্রদর্শন করা যায় ।

ওয়ার্ডপ্রেস এর সুবিধা

বিনামূল্যে ওয়াডপ্রেস তৈরি করা যায়

ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা খুব সহজেই ব্যবহার করা যায়।

সীমাহীন থিম ইউজ করা যায়

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো রেস্পন্সিভ হয়

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো ইউজার ফ্রেন্ডলি হয়

 

ওয়ার্ডপ্রেস ব্যবহারের অসুবিধা

ওয়েবসাইটকে আপডেট করা যায় না

প্রচুর খরচ হয়

স্লো পেজ স্পিড সহজেই এক পেজ হতে অনপেজে লোডিং হয়না।

 

অতিরিক্ত ফিচার যুক্ত করার জন্য প্লাগিন ব্যবহার করতে হয় যার জন্য প্লাগিন আলাদাভাবে কিনতে হয়।

কোন কোন  ইনস্টিটিউট থেকে ওয়ার্ডপ্রেস শিখা যাবে

 

ওয়ার্ডপ্রেস কেন শিখা উচিত?

 

 

ওয়ার্ডপ্রেস হল   একটি  জনপ্রিয় ও সহজ মাধ্যম যেটি  ব্যাবহার করে আপনি খুব সহজেই একটি ব্লগ বা ওয়েবসাইট   তৈরি করতে পারবেন

 

 

 

Exit mobile version