ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস (Word Press) একটি ওপেন সোর্স সফটওয়্যার যা CMS Software নামেও পরিচিত । আপনার যদি কোনরকম আইটি নলেজ নাও থাকে ভাববেন না । ওয়ার্ডপ্রেস কিভাবে সহজে শিখবেন আসুন জেনে নিই । বর্তমান সময়ে ব্লগিং বা কনটেন্ট ম্যানেজমেন্ট খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আর এক্ষেত্রে CMS Software বা  কনটেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার (Content Management Software)  এর কথা বললে ওয়ার্ডপ্রেস এর কথা চলে আসে যা দ্বারা ওয়েবসাইট, ব্লগ, ই কমার্স সাইট খুব সহজেই তৈরি করা যেতে পারে । ওয়ার্ডপ্রেস হল এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে কোন ধরণের ল্যাঙ্গুয়েজ জানা না থাকলেও আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মজার ব্যাপার হলো মাত্র ১-২ ঘন্টাতেও একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে ফেলা সম্ভব।

  • ওয়ার্ডপ্রেস বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন ।
  • ইন্সটল করার জন্য ওয়েব হোস্টিং সার্ভার এর প্রয়োজন হয়। ব্যক্তিগত হাই কনফিগারেশন কম্পিউটার এর প্রয়োজন হয় না ।
  • তাই ইন্টারনেট থাকলে যেকোনো জায়গায় বসে কাজ করতে পারবেন।
  • খুব সহজেই ওয়েবসাইট বা ব্লগ বানাতে পারবেন ।
  • ওয়েবসাইট ই-কমার্স সাইট ব্লক বানানোর জন্য অনেক ফ্রি প্লাগ-ইন পেয়ে যাবেন যে আপনার ওয়েবসাইটকে আকর্ষণীয় এবং নিরাপত্তা বাড়িয়ে দিবে।

এবার আসি কেন ওয়াডপ্রেস

Wordpress
WordPress
  • প্রথমত এটি ব্যবহার বান্ধব এবং সার্চ ইঞ্জিন বা এসইওর জন্য সর্বোৎকৃষ্ট। কোনরকম আইটি নলেজ ছাড়াই শুধু আগ্রহ থাকলে সহজেই শিখে নিতে পারবেন এর ব্যবহার পদ্ধতি।
  • সহজেই কনটেন্ট ব্যবস্থাপনায় এবং ব্লগিংয়ের ক্ষেত্রে এটি অপ্রতিদ্বন্দ্বী। এর মাধ্যমে খুব সহজেই কনটেন্টের পরিবর্তন পরিবর্ধন সংযোজন ও বিয়োজন করা যায়।
  • শেখা সহজ, কাজ করা সহজ, কোথাও ভুল হলে এডিট করাও সহজ
  • ডাটাবেজ ব্যবস্থাও আছে তাই যেকোনো ধরনের ওয়েবসাইট বা ই-কমার্স বাড়ানো যায়।

মূল কথায় আসি

ওয়ার্ডপ্রেসের মৌলিক বিষয়গুলো শিখতে সাত দিনের বেশি প্রয়োজন হবেনা কারণ ড্যাশবোর্ডে সকল ধরনের অপশন থাকে। এই অপশন গুলো খুব সহজেই শিখে নেয়া যায় এছাড়া অনলাইনে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে তা একটু চোখ বুলালেই হবে।
কিভাবে প্লাগিন ইন্সটল করবেন কিভাবে থিম ইন্সটল করবেন কিভাবে ওয়েবসাইট ডিজাইন করবেন জাস্ট একটু ধৈর্য ধরে ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখুন। একটু সিরিয়াসলি সাত দিনেই এর সমস্ত ব্যবহার শিখে যাবেন।