Site icon Kazi Nishat IT

খুব সহজেই লোগো ডিজাইন করে আপনিও হয়ে উঠুন ডিজাইনার

Logo-Design

Logo-Design

লোগো ডিজাইন কি?

আপনি যদি ডিজিটাল প্লাটফর্মে নতুন একটি পেইজ/ওয়েবসাইট খুলেন অথবা ব্যাবসা শুরু করেন তাহলে মানুষ আপনাকে চিনবে কি করে? এই চিনার একটি সহজ উপায় হলো লোগো। এটি কেবল একটি ইমেইজ না এটা মানুষের এক সাথে অনেক কিছুই বহিঃপ্রকাশ করার মাধ্যম। লোগো এর মাধ্যমে দেশ, প্রতিষ্ঠান, কোম্পানী অথবা ব্যক্তিত্ব অনেক কিছু প্রকাশ পেয়ে থাকে। লোগো ডিজাইনে মূল বিষয় নির্বাচন করে তার প্রতি মনোযোগী হতে পারলেই একটি সুন্দর এবং অর্থবহ লোগো তৈরি করা সম্ভব।

কিভাবে লোগো ডিজাইন করা হয়?

উদ্দেশ্য নির্দিষ্ট করুনঃ

লোগো ডিজাইনের পরিষ্কার লক্ষ্য নির্ধারন করুন।

ডিজাইন কাদের জন্য করা হয়েছে সেটা নির্ধারন করুন।

প্রতিদ্বন্দ্বী এর কথা মাথায় রাখুন।

ব্রান্ড আইডেন্টি নির্দিষ্ট করুনঃ

ব্যাবসা বা কোম্পানী শুরু করার কারন জানুন।

অন্যদের সাথে নিজের কোম্পানীর তুলনা বের করুন।

কি কারনে সেরা সেটা নির্দিষ্ট করুন।

লোগো ডিজাইনের ধাপঃ

ক্লাসিকঃ ক্লাসিক লোগোর নান্দনিকতা বেশী থাকে। কালার, রঙ, ফন্টের পরিমাণ তুলনামূলক বেশী।

ভিনটেগঃ ভিনটেগ লোগোতে সাধারণত অতীত বর্তমানের মিশ্রণ থাকে, মাঝে মাঝে কিছুটা রাজকীয় ভাবও থাকে।

মিনিমালঃ খুব সাধারণ ডিজাইন। রঙ কিংবা শেপের প্রভাব বেশী থাকে না। যেমনটা আমরা অ্যাপেল কিংবা নাইকের লোগো দেখে থাকি।

বিচিত্র বা হাতের লেখাঃ হাতের কিংবা ছবির সমন্বয়ে ডিজাইন করা লোগোকে বোঝায়।

টাইপোগ্রাফিঃ টাইপগ্রাফি ভিত্তিক লোগোর অন্যতম উদাহরণ হল অ্যামাজন ও স্যামসং , এচপি ইত্যাদি।

সিম্বল এবং অ্যাবস্ট্রাক্টঃ কিছু শেপের মিশ্রণে তৈরি লোগো সেটা হতে পারে বৃত্ত,ত্রিভুজ কিংবা আয়াতক্ষেত্র।

রঙ নির্ধারন করুন।

সঠিক ফন্ট নির্বাচন করুন।

অন্যার মতামত নিন।

 

মোবাইল দিয়ে ফ্রি লোগো ডিজাইন করার সেরা সফটওয়্যারঃ

Canava : Design, Photo & Video

Canava হচ্ছে লোগো ডিজাইন করার একটি শক্তিশালী এপ্লিকেশন। Canava দিয়ে খুব সহজেই লোগো ডিজাইন করা সম্ভব। ক্যানভাতে ৬০,০০০ টিরও বেশি টেমপ্লেট রয়েছে,যার কারনে খুব সহজেই লোগো ডিজাইন করা যায়।

Creative Cloud Express: Design

Abode প্রতিষ্ঠানটি শিল্প ও সৃজনশীল মিডিয়ার ক্ষেত্রে অনেক শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস একটি ব্যাবসা , রেস্তরা সহ আরো অনেক বিভিন্ন ধরনের টেমপ্লেট সরবারহ করে থাকে।

Logo Maker shop

Logo Maker shop হলো একটি ফ্রি ফন্ট অ্যাপ। লোগো ডিজাইনের ক্ষেতে কোন রকম টুলস জানা ছাড়াই আপনি খুব সহজেই লোগো বানাতে পারবেন।

Dotpict

এটি একটি সাধারণ মোবাইল লোগো ডিজাইন অ্যাপ। এটি দিয়ে খুব সুন্দর pixel Arts তৈরি করা যায়।

Logo Maker

লোগো বানানোর জন্য এটি খুব সহজ এবং সিম্পল লোগো ডিজাইন অ্যাপ। এটির মাধ্যমে আপনি খুব সহজেই নিজের পছন্দমত রুচি মাফিক লোগো বানাতে পারবেন।

Watercolor Logo Maker

জলরঙের মতো ডিজাইন করতে চাইলে এই অ্যাপটি বেছে নিতে পারবেন। আপনি কাগজে জলরঙ দিয়ে ছবি অংকন করলে যে রকম হয় , এই অ্যাপ দিয়ে ডিজাইন করলে ঠিক সেই রকম ডিজাইন করতে পারবেন।

Logo Maker by Shopify

এই অ্যাপটি আপনার আগে থেকেই ১০০+ প্রফেশনালি ডিজাইন লোগো দেওয়া থাকে। যেকোন একটি লোগো ডিজাইন পছন্দ মত নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন।

 

Exit mobile version