আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং সেটি থেকে আশানুরূপ ট্রাফিক না পেয়ে থাকেন, তাহলে এই ওয়েবসাইটের SEO Audit রিপোর্ট অফারটি আপনার জন্য। আমরা অনেক সময় টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করি ঠিকই, কিন্তু এর সাথে আর সামান্য কিছু টাকা ডিজিটাল মার্কেটিং এ বিনিয়োগ করি না বলেই ওয়েবসাইট থেকে পর্যাপ্ত ট্রাফিক পাই না।
আমরা ওয়েবসাইটে কাজ করতেই থাকি, কিন্তু ঠিক কোন জায়গাটাতে হিট না করার কারনে ওয়েবসাইট থেকে পারফরমেন্স পাচ্ছি না, সেটা বুঝতে পারি না। কয়েকদিন আগে একটি মুভি ক্লিপ দেখছিলাম, সেখানে একজন মিল মালিক খুব চিন্তায় পড়ে যায় যখন তার একটি মেশিন নস্ট হয়ে আছে কিন্তু তার ইঞ্জিনিয়ার ছুটিতে। তখনি সেই মিলে খাবার আনা নেয়ার দায়িত্বে থাকা ছেলেটি বলে যে, স্যার আমাকে দায়িত্ব দিন আমি ঠিক করে দিচ্ছি। তো সে মাত্র ২ মিনিটে হাতুড়ির ৫ টি বাডিতেই মেশিন ঠিক করে দিয়ে ৫০০০ টাকা দাবি করে। মিল মালিক বলে যে, মাত্র ৫ টি বাডির দাম ৫ হাজার? সে উত্তর দেয়, ৫ টি বাডির দাম ৫০ টাকা আর বাডিটা কোথায় দিতে হবে সেই চিন্তা / অভিজ্ঞতার দাম ৪৯৫০ টাকা।
গভীরভাবে চিন্তা করলে এই মেসেজটি থেকেও শেখার আছে। আসলেই আমরা তো কাজ করতেই থাকি, কিন্তু কোন জায়গাটাতে আমাদের গ্যাপ আছে, কিংবা ঠিক কোথায় একটু বেশী সময় দিলে আমাদের ওয়েবসাইটটি ভালো অবস্থানে পৌঁছাবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টির জন্য প্রয়োজন দক্ষ এবং অভিজ্ঞ একজন এসইও কনসাল্টেন্ট এর পরামর্শ। আর সেই পরামর্শটিই আমরা সম্পূর্ণ ফ্রী তে দিচ্ছি আমাদের এই ওয়েবসাইটের SEO Audit রিপোর্ট অফারে, যা সীমিত সময়ের জন্য আপনিও নিয়ে নিতে পারেন।
কি থাকছে এই ওয়েবসাইটের SEO Audit রিপোর্ট অফারে?
- অন পেজ এসইও স্ট্রাকচারের কোথায় কোথায় সমস্যা আছে
- ওয়েবসাইটের পেজ স্পিডের কোথায় দুর্বলতা আছে তার পারফর্মেন্স রিপোর্ট
- গুগল থেকে আপনার সাইটে কি পরিমান ভিজিটর ঢুকছে
- কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার সাইটে ট্রাফিক আসছে
- আপনার কি পরিমান ব্যাকলিংক রয়েছে
এই রিপোর্টটি হাতে নিয়েই আপনি আপনার ওয়েবসাইটের প্রচার প্রচারণার পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন।
একটি ওয়েবসাইট SEO করার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ?
অন পেজ এসইও
অন পেইজ এসইও হচ্ছে হচ্ছে আপনার ওয়েবসাইটের অভ্যন্তরীণ এসইও সেটাপ। এটি যত শক্তভাবে করা থাকবে, তত আপনার ওয়েবসাইট দ্রুত র্যাংকিং পাবে।
কিওয়ার্ড রিসার্চ
আপনার ওয়েবসাইটের SEO Audit শুরু করার প্রথম ধাপই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। গুগলে সাধারণ মানুষ লিখে সার্চ করে সেটিকে বলা হয় Search Query । আর এই সার্চ কুয়েরি নিয়ে যখন আপনি বিভিন্ন ফ্রী এবং পেইড এসইও টুলস দিয়ে এনালাইসিস করবেন, তখন সঠিক কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারবেন।
ওয়েবসাইটের ট্যাগ
আমরা ওয়েবসাইট যেভাবেই তৈরি করি না কেন ওয়েবসাইট ডিসপ্লে হয় HTML ট্যাগের মাধ্যমেই। তাই, একটি ওয়েবসাইটের Heading (h1,h2…h6) ট্যাগ, Meta ট্যাগ, Bold ট্যাগ, Anchor ট্যাগ, ছবির img alt ট্যাগ, ইত্যাদির মাধ্যমে গুগল আপনার সাইটকে র্যাং আপ করাই। তাই এই ট্যাগগুলো প্রপারলি সেট করা থাকা গুরুত্বপূর্ণ
গুগল সার্চ কনসোল
আপনার ওয়েবসাইটটি Google Search Console এ সাবমিট করা থাকলে আপনি দেখতে পারবেন আপনার এসইও ঠিকঠাক করা আছে কি না, কিংবা কোথায় সমস্যা হচ্ছে, গ্রোথ কেমন হচ্ছে। কোন লিংক গুগল ইনডেক্স না করলে সেটি কেন করছে না ইত্যাদি।
এছাড়াও, SEO-friendly URL, Internal & External Link Building, Broken Link Fixing, Unique Content Posting, sitemap.xml, robots.txt ইত্যাদির মাধ্যমে অন পেইজ এসইও ইমপ্রুভ করা যায়।
অফ পেজ এসইও
অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাইরে এসইও করা। যেমন, ব্যাকলিংক, ডিরেক্টরি লিস্টিং, গেস্ট পোস্ট, সোশ্যাল মিডিলা লিংক ইত্যাদি। অফ পেজ বা অফ সাইট এসইও এর উপর নির্ভর করে গুগল কত দ্রুত আপনার প্রতিটি কনটেন্ট ইনডেক্স করবে।
টেকনিক্যাল এসইও
আপনার ওয়েবসাইটের SEO Audit করার সময় দেখতে হবে, ওয়েবসাইটের স্পিড এবং পারফরমেন্স ঠিক আছে কি না। যেমন, canonical url, Crawl Errors, Google PageSpeed Insights Score, Fix Broken Internal and Outbound Links এছাড়াও আরো বিভিন্ন ইস্যুগুলো।
এসইও ফ্রেন্ডলি কনটেন্ট
একটি ওয়েবসাইটের প্রতিটি লেখা যেন হয় গুগলের সকল রুলস রেগুলেশন ফলো করে। কনটেন্টের প্রতিটি প্যারাগ্রাফ কত শব্দের হবে, হেডিং কি হবে, প্রতি প্যারাগ্রাফে কিওয়ার্ডগুলো কতবার করে ব্যাবহার করা হবে, এই সবগুলো বিষয় এসইও এর জন্য গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইটের SEO Audit এর সাথে কম্পিটেটর এনালাইসিস
শুধু আপনার ওয়েবসাইট একা এসইও করে গেলেই হবে না, আপনি যে কিওয়ার্ডগুলো নিয়ে কম্পিটিশন করছেন, সেগুলো নিয়ে কারা র্যাংকিং এ আছে, তাদের ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন, তাদের কি পরিমান কন্টেন্ট এবং কোয়ালিটি ব্যাকলিংক আছে, এগুলো এনালাইসিস করে সে অনুপাতে নিজের এসইও প্ল্যানিং সাজালে ভালো ফলাফল পাওয়া যাবে।
এই সমস্ত বিষয়গুলোতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সম্পূর্ণ ফ্রী আমাদের কাছ থেকে ওয়েবসাইটের SEO Audit রিপোর্ট নিয়েই। তাই দেরি না করে এখনি আবেদন করুন