ক্যারিয়ারে আমরা প্রত্যেকেই খুব সিরিয়াস। বৈধ পথে আয়ের মাধ্যম হিসেবে আমরা চাকরি কিংবা ব্যাবসাকেই বুঝি। চাকরী পাওয়া যেমন কঠিন, তেমনি একটি ভালো চাকরীর জন্য নিজেকে প্রস্তুত করে তোলাও কঠিন। তারপর লং টাইম ডিউটি, গতবাধা স্যালারি, অনেক অনেক রুলস রেগুলেশনের প্রতিবন্ধকতাতো রয়েছেই। ব্যাবসাতেও রয়েছে পুঁজি, বিনিয়োগের ঝুঁকি, মার্কেটে কম্পিটিশন, অভিজ্ঞতা অনেক কিছু।
আমরা সব সময়ই ইনকামের সহজ একটা রাস্তা খুজতে থাকি, যেটিতে আমি কম পরিশ্রম করবো, আমার স্বাধীনতা থাকবে, এবং বেশি আয়ের সুযোগও থাকবে। আমরা সেরকমই একটি সুযোগ নিয়ে এসেছি, আপনাদের জন্য। তবে বলে রাখি, “ইনকামের সহজ রাস্তা” মানে এই নয় যে, আপনি কোন পরিশ্রম করবেন না, টাকা আসতেই থাকবে। এরকম কিছু ভাবলে ভুল।
“এফিলিয়েট মার্কেটিং” কথাটি পৃথিবীর সমস্ত দেশেই পরিচিত এবং সমাদৃত একটি পেশা। বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস এমাজন, আলিবাবা ইত্যাদিতেও অনেকেই এফিলিয়েট মার্কেটিং করে থাকে। অর্থাৎ তাদের পণ্যগুলোর প্রচার প্রচারণা একজন মার্কেটার নিজ দায়িত্বে করে। যখনি সেই মার্কেটার এর লিংক থেকে কেউ পণ্য কিনে, মার্কেটার প্রতি সেলের বিপরীতে ৫-১০% থেকে শুরু করে ৫০% পর্যন্ত কমিশন পেয়ে থাকে।
অনেকে একে মিডিয়া বা দালালি বলতে পারে। এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে দালালি এবং এই মার্কেটিং পদ্ধতির মধ্যে পার্থক্য কি? একজন দালালের কখনোই কোন ইনভেস্ট থাকে না, তাই তাঁর লাভ বা ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে না। অন্যদিকে একজন এফিলিয়েট মার্কেটার এর ইনভেস্ট থাকে, লাভ বা ক্ষতি হওয়ার চান্স থাকে। এছাড়াও দালালরা সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বানিয়ে বেশী দামে পণ্য বিক্রয় করে ক্রেতাকে প্রতারিত করে। অন্যদিকে, একজন এফিলিয়েট মার্কেটার বাজার দরেই পণ্যটি বিক্রয় করে, কিন্তু বিক্রেতা/ উৎপাদনকারীর লভ্যাংশ থেকে কিছুটা অংশ তাঁর সাথে শেয়ার করা হয়।
আমার এই অফারটি আপনার কাছে ভালো লাগলে আপনি জয়েন করবেন, না লাগলে এড়িয়ে যাবেন। ডেস্টিনি, এমএলএম এই ধরণের নেতিবাচক মন্তব্য করার দরকার নেই। কারণ এমএলএম সিস্টেমে পন্য/সেবা বিক্রয়ের পাশাপাশি তাকেও আপনার দলে ভেড়ানোর ব্যাপার আছে, এখানে এরকম কিছুই নেই। এখানে আপনি জাস্ট একজন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে, সেল কনফার্ম করবেন। এমএলএম সিস্টেমে টিম থাকে, সিনিয়র জুনিয়র থাকে। একজনের কাজ থেকে, ১০ জন ভাগ পায়। এখানে আপনি যে সেল করবেন, তাঁর কমিশন আপনিই পাবেন, আর কেউ না।
এখানে আপনি কি সেল করবেন?
কাজী নিশাত আইটির সবগুলো প্রোডাক্ট এবং সার্ভিসই আপনার সার্ভিস। আমরা ওয়েবসাইট তৈরি করি, ডিজাইন করি, ভিডিও বিজ্ঞাপন তৈরি করি, ট্রেইনিং করাই, ডিজিটাল মার্কেটিং করি, এছাড়াও আরো অনেক সেবা দিয়ে থাকি। তবে এই মুহূর্তে আমরা জোর দিচ্ছি “ওয়েবসাইট” এবং “সফটওয়্যার” এর দিকে।
কার কাছে সেল করবো এই সমস্ত সেবা?
প্রথম দিকে অবশ্যই আপনার পরিচিত ব্যাক্তিদের কাছেই আপনাকে সেল করতে হবে। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কিংবা এলাকার পরিচিত, যারই একটা ব্যাবসা রয়েছে, তিনিই আপনার গ্রাহক। বর্তমান ডিজিটাল যুগে সকলেরই একটি ওয়েবসাইট, ফেসবুক পেজ সহ অনলাইন এক্টিভিটিস থাকা প্রয়োজন। প্রাইমারি ব্রিফিং আপনি করলে, তারপর আগ্রহী গ্রাহকের সাথে আমরা যোগাযোগ করে সেলসে কনভার্ট করবো।
প্রথমদিকে নিজের পরিচিতদের কাছে সেল করতে বলার উদ্যেশ্য হচ্ছে, আপনি তখনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভালো জানেন না। তাই, অপরিচিত একজন গ্রাহক প্রশ্ন করলে আপনি সঠিকভাবে উত্তর দিয়ে কাজটি আদায় করে নিয়ে আসার সক্ষমতা অর্জন করেন নি। তাই, তাঁর থেকেই কাজ নিতে পারবেন যার আস্থা আছে আপনার উপর। পরবর্তীতে আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি অপরিচিত যে কাওকে সার্ভিস সম্পর্কে বর্ণনা করে অর্ডার নিতে পারবেন।
আমরা কি ধরণের সাপোর্ট দেবো?
প্রথমত, আমরা সেবা সেল করি না, সেল করি বিশ্বাস। আপনার গ্রাহক যে ভরসায় আপনাকে কাজ দেবে, সেই আস্থা অটুট রেখা সেরা মানের সেবাটিই আমরা প্রদান করবো। একজন গ্রাহক আপনার মাধ্যমে আসার কারনে আমরা তাঁর কাছ থেকে ১ টাকাও বেশী নিচ্ছিনা। বরং সরাসরি আসা গ্রাহক থেকেও যদি কিছু কম দামে দেয়া যায়, সেটিই আমরা চেষ্টা করবো। তাও গ্রাহক কোনভাবেই ক্ষতিগ্রস্থ হচ্ছে না। আমরা আমাদের প্রফিট থেকে আপনাকে কমিশন দিচ্ছি। আমরা অলরেডি, এসএমএস, মেইল, ফোন কল, অনলাইন পেইড এডভারটাজাইং এর মাধ্যমে আমাদের প্রচারণা চলাচ্ছি। অন্য মার্কেটিং চ্যানেলে যেমন আমাদের একটা নির্দিষ্ট পরিমান খরচ আছে, আপনার কাছ থেকে আসা কাজে আমাদের সেই খরচটি হচ্ছে না। তাই ওই টাকাটিই আমরা আপনাকে দিচ্ছি।
দ্বিতীয়ত, আপনি নিয়মিত আমাদের সাথে কাজ করলে আমরা আমাদের খরচে আপনাকে প্রশিক্ষন দিয়ে আপনার দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবো। এছাড়াও, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, লিফলেট সহ ডকুমেন্টারি ও লজিস্টিক্স সাপোর্ট যা যা লাগে তা আমরা পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে প্রদান করবো।
তৃতীয়ত, ভালো পরিমান সেল আসলে আমরা আপনার কমিশনের পরিমান বৃদ্ধি করবো। বিভিন্ন সময় রিওয়ার্ড সহ অনেক অনেক উপহার পাবেন।
গ্রাহককে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার পর আপনার কমিশন পাওয়ার নিশ্চয়তা কি?
আমরা গ্রাহককে সেবা দিলেও তাঁর সাথে নিশ্চয় আপনার যোগাযোগ থাকবে। এবং সে কখন কত টাকা পেমেন্ট করছে, তা আপনি অবশ্যই জানবেন। তা ছাড়া, যেহেতু এটা পার্টনারশিপ ব্যাবসা। তাই আপনারও আমাদের উপর আস্থা রাখতে হবে, আমরাও আপনার উপর আস্থা রাখতে হবে।
আপনার দায়িত্ব কি থাকবে?
আপনার দায়িত্ব শুধুমাত্র আমাদেরকে নিশ্চিত করা যে, এই গ্রাহকের এই সার্ভিসটি প্রয়োজন। এবং গ্রাহককে নিশ্চিত করা যে কাজী নিশাত আইটি সেরা মানের সেবা দিয়ে থাকে। তারপর গ্রাহকের অফিস ভিজিট করা (বিশেষ ক্ষেত্রে ছাড়া, ঢাকার মধ্যে হলে), গ্রাহকের কাজ বুঝে নেয়া, কোটেশন দেয়া, প্রাইস নিয়ে নেগোশিয়েশন করা, পেমেন্ট আদায় করে নেয়া, গ্রাহকের সন্তুস্টি মত কাজ বুঝিয়ে দেয়া সম্পূর্ণই আমাদের দায়িত্ব। আপনি শুধুমাত্র যোগাযোগ করিয়ে দিয়েছেন, তাঁর বিনিময়ে প্রতি সেলের বিপরীতে ৫-১০% থেকে শুরু করে ৩০% পর্যন্ত কমিশন পাবেন।
আমরা সাধারণত ৫০% অগ্রিম নিয়ে কাজ শুরু করি, এবং সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেয়ার পর বাকি ৫০% নিয়ে থাকি। যেহেতু, প্রথম ৫০% থেকেই আমাদের ডোমেইন হোস্টিং সহ সকল খরচ বহন করতে হয়, তাই আমরা কমিশনের ৩০% প্রথম পেমেন্ট থেকে এবং বাকি ৭০% দ্বিতীয় পেমেন্ট থেকে দিয়ে থাকি।
এই পার্টনারশিপ অফারটি কাদের জন্য?
ছাত্র, চাকরিজীবী, ব্যাবসায়ি কিংবা বেকার। কেউ চাইলে এটিকে পেশা হিসেবেও নিতে পারেন, কারণ এখানে ক্যারিয়ার ঘটনের অনেক সুযোগ রয়েছে। আবার কেউ চাইলে অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম হিসেবে এই কাজটি করতে পারবেন। কাজ শুরু করার পর যে কোন সময় আপনি আমাদের সাথে চুক্তি বন্ধ করতে হলে লিখিত আকারে মেইল দিয়ে আমাদের জানাবেন।
আমি উপরের সবগুলো বিষয়ে একমত, কিভাবে শুরু করবো?
নিচের ফর্মটি পুরন করুন। আমরা মেইল / এসএমএস / কলের মাধ্যমে আপনাকে একটি মিটিং শিডিউল পাঠাবো। তাঁর আগে একটি ব্রিফিং ভিডিও পাঠাবো। মিটিং এ আপনার কোন মতামত বা পরামর্শ থাকলে সেগুলো উপস্থাপনের সুযোগ পাবেন। এছাড়াও আমাদের কাছ থেকে, আরো কিছু জানার থাকলে সেটিও জিজ্ঞেস করে নিতে পারবেন। ধন্যবাদ।