বর্তমান এক যুগকে আমরা বলতে পারি ইন্টারনেট যুগ। কারণ বিশ্বে অনেক কার্যকালাপ ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। ধরতে গেলে বিশ্বটা মানুষের হাতের মুঠো চলে আসছে। ইন্টারনেটে মাধ্যমে অফিসের কার্যক্রম হতে শুরু করে ব্যবসায়ের কার্যক্রম, আরো বিভিন্ন সেক্টরের কার্যক্রম বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে করা হয়। ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে ব্যবসায়ের পরিসর বৃদ্ধি হয়েছে। বর্তমানে মানুষ তাদের প্রতিষ্ঠানের নাম, পন্য সেবা ও তথ্যগুলো ইন্টারনেটের মাধ্যমে সহজে পৌছে দিচ্ছে। এতে মানুষ অল্প দিনের মধ্যে ব্যবসায়ের উন্নতি করতাছে। আর আমরা ইন্টারনেটের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম, পন্যের সেবা ও তথ্যগুলো সহজে পৌজে দিচ্ছি একে বলে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কতগুলো ধাপ আছে তার মধ্যে অন্যতম ফেসবুক মার্কেটিং।

ফেসবুক মার্কেটিং:

ফেসবুক মার্কেটিং হলো এমন একটা প্লাটফর্ম যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের নাম, পন্য সেবা ও তথ্য সম্পর্কে  ব্যবহারকারীদের অবগত করতে সাহায্য করে। বর্তমানে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের নাম, পন্য সেবা ও তথ্যগুলো ক্রেতাদের অতিদ্রুত চলে যায় সেক্ষেত্রে তারা ফেসবুক মার্কেটিং বেশি গুরুত্ব দিচ্ছে। ফেসবুক মার্কেটিং বেশি গুরুত্ব দেওয়ার কারণ হলো ফেসবুকে ব্যবহারকারী সংখ্যা অনেক বেশি। তাছাড়া বর্তমানে বিশ্বে ফেসবুক একটি সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। বর্তমানে ছোট থেকে বৃদ্ধ পর‌্যন্ত সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে। বর্তমানে বিশ্বব্যাপী প্রতিদিন 1.98 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। তাহলে মাসে ফেসবুক ব্যবহারে সংখ্যা দাড়ায় 2.96 বিলিয়ন । বিশ্বে ভিতর ৭ মিলিয়নের বেশি কোম্পানি ফেসবুকের বিশাল দর্শকের জন্য বিজ্ঞাপন তৈরী করে থাকেন। তাহলে বুজতেই পারছেন ফেসবুক মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ।

 

এর সুবিধা:

  • অডিয়েন্স সহজে চিহ্নিত করা:

বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের ফেসবুক অডিয়েন্স উপর গভীর রিচার্জে সুযোগ দিচ্ছি। অডিয়েন্স ডেমোগ্রাফিক উপর ভিত্তি করে আয়, শিক্ষাগত যোগ্যতা, চাকুরি,  ডেজিকনেশন ইত্যাদি এসব এর মাধ্যমে অডিয়েন্স নির্বাচন করতে পারবেন। এমনি অডিয়েন্সের খেলাধুলা, শখ, কেনাকাটা, লাইফ স্টাইল ইত্যাদির উপর ভিত্তি করে অডিয়েন্স নির্বাচন করতে পারবেন।

  • পেইজ বা ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো:

ফেসবুকের মাধ্যমে আপনি সরাসরি আপনার পেইজ বা ওয়েবসাইটে ভিজিট করাতে পারবেন। যারা ফেসবুক মার্কেটিং করে তারা আপনার বিজ্ঞাপন অর্গানিক অডিয়েন্স থেকে বেশি জেনে আপনার ওয়েবসাইটে ভিজিট করবেন। কারণ তারা আপনার বিজ্ঞাপনেআগে জেনে নিয়েছে। তাই তাদের মনে আপনার বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে। আপনার পন্য সম্পর্কে আরো জানাতে আপনার ফেসবুকে আপনার বন্ধুদের ও আরো আপনার পরিচিত মানুষের তাদের ফেসবুকে একাউন্টের মাধ্যমে আপনার ওয়বেসাইটের ভিজিট করতে উৎসাহ করবেন। দরকার হলে আপনার ওয়েবসাইটের লিংক আপনার একাউন্টে এ্যাড করে দিবেন। এতে আপনার ফেসবুকের মাধ্যমে আপনার পেইজ বা ওয়েবসাইটের ভিজিটর বেড়ে যাবে। আপনার পেইজ বা ওয়েবসাইটে সুন্দর ও আর্কষনীয় ছবি ব্যবহার করবেন। কারণ আপনার দেওয়া ফেসবুক একটি কভার ফটো তৈরী করে নিয়ে ফেসুবক ইউজারদের সামনে উপস্থাপন করে।

  • বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ফরমেট:

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক এ্যাড হলো সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। ফেসবুকে কম খরচে দৃষ্টিনন্দন এ্যাড তৈরী করা যায়। ফেসবুকে পাবেন ইমেজ, ক্যারোজল, পোল, ভিডিও, স্লাইডশোর মতো বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ফরমেট।

কিভাবে ফেসবুক মার্কেটি করবেন:

ফেসবুক মার্কেটিং করা খুব সহজ। এটি করতে হলে আপনার দরকার হবে শুধু একটা পেইজ। আবার আপনি চাইলে আপনার ব্যক্তিগত আইডি দিয়ে করতে পারবেন। কিন্তু বিজনেস পেইজের সুবিধাগুলো পাবেন।

ফেসবুক মার্কেটিং দুই প্রকার:-

১.ফ্রি ফেসবুক মার্কেটিং

২.পেইড ফেসবুক মার্কেটিং

ফ্রি ফেসবুক মার্কেটিং:

ফ্রি ফেসবুক মার্কেটিং বিভিন্ন বিজ্ঞাপন ফরমেট ব্যবহার করে অডিয়েন্স এর কাছে মার্কেটিং করতে পারবেন। সবার প্রথমে আপনার পন্য ও সার্ভিসের উপর ভিত্তি করে একটা পেইজ খুলতে হরে। তারপর আপনার প্রতিষ্ঠানের নাম, প্রোফাইল পিকচার, কভার ফটো, সুন্দর একটা বর্ননা দিয়ে পেইজটাকে সুন্দর করে সাজিয়ে নিবেন। তারপর আপনার পেইজে সুন্দর একটা ইউআরএল  তৈলী করবেন। যাতে অডিয়েন্স আপনার পেইজকে সহজে সার্চ দিয়ে পায়। পেইজের অডিয়েন্স বৃদ্ধি করার জন্য আপনার বন্ধুবান্ধব ও পরিচিত সবার কাছে ইনভাইটেশন পাঠাতে পারেন। কয়েকদিন পর পর আপনার পেইজে নতুন নতুন পোস্ট দিয়ে নানান সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন, এতে আপনার অডিয়েন্স বৃদ্ধি পাবে। এভাবে অর্থ ছাড়া আপনার বিজ্ঞাপন অনেক মানুষের প্রচারনা করা সম্ভব। ফেসবুকে আরো কিছু ফ্রি আইডিয়া আছে। যেমন:

  • লাইভ ডিভিও ও ইভেন্ট তৈরী করা।
  • পন্য ও সার্ভিসের সাথে মিল রেখে ওয়েবিনার চালু।
  • ইন্ডাস্টি বা নেটওয়ার্কিং ইভেন্ট তৈরী করা।
  • সোশ্যাল মিডিয়া কনটেস্ট ও গিভ্যাওয়ের উদ্যোগ নেওয়া।
  • কাস্টমার রেফারেল প্রোগাম চালু করা।

পেইড ফেসবুক মার্কেটিং:

অর্থের বিনিময় পেইজ বুস্ট করে নিজের পন্যের বিজ্ঞাপন টার্গেট অডিয়েন্স কাছে দ্রুত পৌছে দেওয়ার মাধ্যম হলো পেইড মার্কেটিং। এটিতে আপনি নিজে পোস্টটা অর্থের বিনিময় বুস্ট করেছেন সেজন্য স্পন্সরড লেখা থাকবে। এক সময় বড় বড় প্রতিষ্ঠান এ মার্কেটিং করতো। কিন্তু বর্তমানে ছোট বড় সব প্রতিষ্ঠান এ মার্কেটিং করিতেছে। কারণ এটি করলে যে কোন প্রতিষ্ঠান তাদের পন্যে বিজ্ঞাপন দিয়ে তাদের পন্যের বিক্রি কয়েকগুন বৃদ্ধি করতে পারে। এটির সুবিধা হলো আপনি চাইলে অঞ্চল, বয়স, লিঙ্গভেদে টার্গেট অডিয়েন্সের কাছে আপনার বিজ্ঞাপন চালাতে পারবেন। যেমন মগবাজার এরিয়া ২৫ বছরে উর্ধ্বে পুরুষের কাছে আপনার পোস্টটি দেখাতে পারবেন। পেইড এ আপনার পেইজ বুস্ট দুইভাবে করা যায়।

এ্যাড সেন্টার:

এই পদ্ধতি পেইজ বুস্ট করার নিয়ম হলো আপনি ফেসবুকে আপনার প্রোডাক্টের কিছু ট্রপিক দিয়ে দিবেন। তা দিয়ে ফেসবুক নিজেদের মতো বিজ্ঞাপন তৈরী করে পেইজ বুস্ট করে দিবেন।

এ্যাড ম্যানেজার :

এ্যাড ম্যানেজার দিয়ে আপনি নিজের মতো করে পেইজ বুস্ট করতে পারবেন। যেমন মনে করেন আপনি মগবাজার এলাকায় শুধু হাসান নামে অডিয়েন্স এর কাছে আপনার বিজ্ঞাপন দেখাবেন সেক্ষেত্রে এ্যাড ম্যানেজার দিয়ে করতে পারবেন। কিন্তু এ পদ্ধতি এ্যাড সেন্টারে করা সম্ভব না।

 

নতুনদের জন্য ফেসবুক মার্কেটিং এর কিছূ টিপস:

  • সঠিক সময় নির্বাচন করতে হবে।
  • অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেইজ প্রচারনা চালানো।
  • পেইজের সঠিক ইউআরএল ব্যবহার করা।
  • সিটিএ বাটন যুক্ত করতে হবে।
  • ফেসবুক মেসেঞ্জার বটের সাহায্য কাস্টমারে সাথে যোগাযোগ করা।
  • ফেসবুক পিক্সেল ব্যবহার করা।