fiverr এ কিভাবে কাজ পাওয়া যায়, তা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে। আমরা অনেকেই নিজেকে দক্ষ না করে হুজুগে ফ্রিল্যান্সিং এ এসে পড়ি। অথচ fiverr এ কাজ পাওয়ার উপায় জানার আগেই আমাদের যে কোন একটি দক্ষতা নিজেদের মধ্যে তৈরি করতে হবে। fiverr এর সবচেয়ে সহজ কাজ হচ্ছে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ ইত্যাদি।
ফাইবার গিগ তৈরি করার আগেই আমাদের সঠিকভাবে ফাইবার একাউন্ট খোলার নিয়ম জানতে হবে। fiverr tutorial ইউটিউবে প্রচুর পাওয়া যায়। আমাদের কাজী নিশাত আইটির ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্টে গেলেই প্রচুর কোর্স পাবেন সম্পূর্ণ ফ্রীতে। প্লেলিস্ট থেকেই freelancing bangla tutorial গুলো দেখে আপনি নিজের দক্ষতা বাড়াতে পারবেন।
fiverr gig / gig on fiverr
ফাইভার থেকে ইনকাম করার প্রথম ধাপ হচ্ছে fiverr gig create করা। এবং এর পরবর্তী ধাপ হচ্ছে fiverr gig marketing করা। এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে, কোন কোন কিওয়ার্ডগুলো লিখে ফাইভারে ভিজিটর বেশী প্রবেশ করে। এখান থেকেই আমরা ধারণা পেতে পারবো যে, বর্তমানে কোন কাজগুলোর ডিমান্ড বেশী।
কি কি কাজ পাওয়া যায়
ফাইভার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর কাজ পাওয়া যায়। নিচে আমরা কয়েকটি নিয়ে আলোচনা করবো
Virtual assistant jobs
এই কাজটি হচ্ছে আপনি ঘন্টা যুক্তিতে কোন একজন ব্যাস্ত ব্যাক্তির অনলাইন সহকারি হিসেবে কাজ করবেন। তিনি তাঁর বিশাল ব্যাস্ত সময়ের মধ্যে কিছু কাজ আপনাকে দিয়ে করিয়ে নিয়ে তাঁর সময় সেভ করতে চান। কাজগুলো হতে পারে সিম্পল কপি পেস্ট করা, অনলাইন থেকে লিড জেনারেশন করা, টাইপ করা, কোন তথ্য খুজে বের করা ইত্যাদি বিভিন্ন ডাটা এন্ট্রি ধরণের কাজ এর অন্তর্ভুক্ত হতে পারে। ক্ষেত্র বিশেষে ছোট খাট ডিজাইনও করতে হতে পারে।
Logo design
গ্রাফিক্সের এই অংশটির চাহিদা আজীবনই থাকবে। যতদিন ব্যাবসা থাকবে, ততদিনই নতুন নতুন কোম্পানি তৈরি হবে। আর সবাই চায় নিজের কোম্পানির জন্য একটি আন কমন, ক্রিয়েটিভ, আকর্ষণীয় লোগো তৈরি করতে। তাই ফাইভারে লোগো ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে।
Posting services
বিভিন্ন কনটেন্ট পোস্টিং, আর্টিকেল পোস্টিং কিংবা লিংক পোস্টিং এর কাজ প্রচুর পাওয়া যায়, যেগুলো মূলত ডিজিটাল মার্কেটিং কিংবা এসইও এর সাপোর্ট টাস্ক।
Resume writing services
একটি ভালো রিজিউম সকল চাকরিপ্রার্থীর জন্য আবশ্যক। তাই অনলাইনে সিভি রাইটিং বা রিজিউম রাইটিং এর প্রচুর কাজ রয়েছে। আমরা একটু ঘাটাঘাটি করলেই এই কাজগুলোর চাহিদার ব্যাপকতা দেখতে পাবো।