Site icon Kazi Nishat IT

কনটেন্ট রাইটিং কি ও কনটেন্ট রাইটিং এর কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিকস

কনটেন্ট রাইটিং এর কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিকস

সুনির্দিষ্ট কোন বিষয়বস্তু নিয়ে ওয়েব সাইট এ লেখা-লেখি কে কনটেন্ট রাইটিং বলে । যেমনঃ Stories, Personal reviews, Blog article, Product promotional review  ইত্যাদি

কনটেন্ট এর বিষয়ঃ

 

কনটেন্ট রাইটিং এর প্রকারভেদঃ

ইন্টারনেটের মধ্যে প্রচুর প্লাটফর্ম রয়েছে, যেগুলোতে আলাদা আলাদা রকমের কনটেন্টগুলোকে  প্রচার করা হয়। যেমনঃ

>Blogging– এখানে কিছু বিশেষ বিষয়ে আর্টিকেল লেখা উপস্থাপণ করা হয় । সেটা লং বা শর্ট আর্টিকেল ও হতে পারে।

>Social Media – এখানে কোন কোম্পাণীর Product, Content বা Services প্রচারের লক্ষে ছোট ছোট মজার ও আর্কষণীয় কনটেন্ট রাইটিং করে উপস্থাপণ করা হয় ।

>Copy Writing – এখানে কোন কোম্পাণীর Product এর গুনগত মান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ করা হয়।

>Expert Writing – এখানে কিছু বিশেষ বিষয়ে লেখা আর্টিকেলের উপর রিচার্স করে কনটেন্ট উপস্থাপণ করা হয়।

>News/Journalistic Writing  – এখানে বিভিন্ন দেশের নিউজপোর্টাল গুলো কনটেন্ট আকারে উপস্থাপণ করা হয়।

>Creative Writing – এখানে আর্টিকেলগুলো ক্রিয়েটিভ রাইটিং এর মাধ্যমে উপস্থাপণ করা হয়। যেমনঃ Noble writing, Short writing, Scripts writing, Screenplay, Fiction ইত্যাদি  কনটেন্ট রাইটিং।

কনটেন্ট রাইটার কিভাবে হবো ?

কনটেন্ট রাইটার হতে বিশেষ কোন কোর্স করা লাগে না। আপনি যদি লেখা লেখি পছন্দ করেন বা পড়তে ভালোবাসেন, তাহলে কনটেন্ট রাইটিং করতে আপনাকে আর কেউ আটকাতে পারবেনা। আপনি যদি একজন দক্ষ কনটেন্ট রাইটার হতে চান বা ইন্টারনেটের / অনলাইনের মাধ্যমে আয় করতে মনে মনে  ইচ্ছা পোষণ করছেন তাহলে , আজ হতে নজর দিন নিচের বিষয়গুলোর উপরঃ

আর এভাবেই কিছু সাধারণ বিষয়গুলো নজর দিয়ে আপনার পক্ষে একজন অসাধারণ কনটেন্ট রাইটার হয়ে যাওয়া সম্ভব ।

Exit mobile version