বর্তমান বিশ্বকে আমরা প্রযুক্তির ও আধুনিকতার যুগ বলি । এই যুগে আমাদেরকে আধুনিক ব্যবসা বাণিজ্যের জন্য, বিশ্বের সব খবরাখবর জন্য ডিজিটাল মাধ্যম প্রয়োজন । ডিজিটাল মাধ্যমে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে কয়েকগুন বাড়িয়ে নিতে পারি এবং বিশ্বময় ছড়িয়ে দিতে পারি । ডিজিটাল মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রচারণা করাই অনলাইন মাকেটিং বা ডিজিটাল মার্কেটিং ।
ডিজিটাল মার্কেটিং কি
মার্কেটিং (marketing) ইংরেজি শব্দ । যার অর্থ হল বিপণন করা, প্রচার করা ।
সাধারনত কোন কিছু প্রচার-প্রচারণা করাই হল মার্কেটিং ।
কোন পণ্য কিংবা সেবা প্রদানের জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যম বা প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে যে প্রচার-প্রচারণা করা হয় তাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি । যেটা অনলাইন মার্কেটিং নামে ও পরিচিত ।
ডিজিটাল মার্কেটিং মানেই হলো এমন এক আধুনিক মার্কেটিং কৌশল যেখানে মূলত ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে ব্যবসা, পণ্য বা পরিষেবা গুলোকে প্রচার প্রচারনা করা হয় ।
ডিজিটাল মার্কেটিং করার উপায়
নিম্ন উপায়ের বা প্রকারের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা হয় । তা তুলে দেয়া হল –
- এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization (SEO))
- এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং (Search Engine Marketing (SEM))
- কন্টেন্ট মার্কেটিং (Content Marketing)
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম (Social Media Marketing (SMM))
- এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
- ইমেইল মার্কেটিং (Email Marketing)
- সিপিএ মার্কেটিং (CPA Marketing)
- ব্লগ বা ওয়েব সাইট মার্কেটিং (Blog or Website Marketing)
- ইনফ্লোঞ্চার মার্কেটিং (Influencer marketing)
-
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization (SEO))
এসইও পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (search engine optimization)। সংক্ষেপে এসইও( SEO) বলা হয়। ডিজিটাল মার্কেটিং এর একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এসইও ।
গুগল, ইয়াহু, বিং এর মত সার্চ ইজ্ঞিন গুলোতে নিজের ওয়েবসাইটকে, নিজের প্রোডাক্ট গুলোতে সবার প্রথমে নিয়ে আসাটাই হল এসইও এর কাজ। বর্তমানে প্রত্যেকে কম-বেশি ব্রাউজার ব্যবহার করে। এখন প্রত্যেকে কোন একটা প্রোডাক্ট নেওয়ার আগে গুগল এ সার্চ করে জেনে নেই ঐ প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত। এরপর তার প্রোডাক্টটি ভাল লাগলে সে অর্ডার করে দেয়।
নতুন কোম্পানি স্টার্টআপ প্যাকেজ [সবগুলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস]
-
এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং (Search Engine Marketing (SEM))
এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ হল SEM. যাকে পেইড মার্কেটিং ও বলা হয়। নিজেদের ওয়েবসাইট বা প্রোডাক্ট পেইজ গুলোকে টাকা ব্যায়ের মাধ্যমে যখন সবার সামনে মার্কেটিং করাই হল ।
-
কন্টেন্ট মার্কেটিং (Content Marketing)
কনটেন্ট হল আমরা যেকোন কিছু হতে পারে, যেমন: ছবি, অডিও, ভিডিও, টেক্স ইত্যাদি। আপনি যখন প্রচারণা করবেন । তখন আপনাকে কনটেন্ট গুলো সঠিকভাবে, সঠিক যায়গায়, সঠিক সময়ে ব্যবহার করতে পারেন । তাহলে আপনার ফলাফলও সঠিকভাবে পাবেন।