Facebook  মার্কেটিং হল এমন একটি প্লাটফরম যেখানে বিভিন্ন ধরণের paid বিজ্ঞাপন ও অরগানিক বিজ্ঞাপন পোস্ট করে, যা এই বিজ্ঞাপনগুলকে অনেক দরশকদের কাছে পরিবেশন করা হয়।গত এক দশকে ফেসবুক ইন্টারনেট জগতে সবচে বড় মার্কেটপ্লাস হিসেবে পরিনত হয়েছে।

কেন ফেসবুক মার্কেটিং সবচে ভালঃ

  • পুরও পৃথিবী কাভার করা যায়।
  • টার্গেটপূর্ণ বিজ্ঞাপন অফার পাওয়া যায়।
  • অরগানিক reach পাওায়া যায়।
  • অন্যান্য বিজ্ঞাপন মাধ্যমের মত feel পাওয়া যায়।

ফেসবুক মার্কেটিং এর সুবিধাঃ

১. সুনির্দিষ্ট বিষয়বশ্তুঃ

ফেসবুক আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন, আমাদের মনের কথা গুলো নিজের মত পোস্ট করার  অধিকার দিয়েছেন।আমরা ফেসবুক থেকে অনেকের সম্বন্ধে জানতে পারি। একজন গ্রাহকের আগ্রহগুলি যেমন শখ, খেলাদুলা, বিনোদনের অভ্যাস ফেসবুক এর মাধমে জানতে পারি, এছাড়া আপনি তাদের ক্রয় ডিভাইস ব্যাবহার করা, এগুলোর উপর বিবেচনা করে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারি।

২. ওয়েবসাইট ট্রাফিক বিদ্ধিঃ

 ফেসবুক এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট ব্যাবহারকারীদের সরাসরি নিয়ে আসতে পারবেন। ওয়েবসাইট ব্যাবহারকারা আপনার সাইটে যদি ফেসবুক লিক থাকে তাহলে আপনার  ওয়েবসাইটির ট্রাফিক আরও বিদ্দি পাবে।

৩. বিভিন্ন বিজ্ঞাপন ফরমেটঃ

ফেসবুক এর মাধ্যমে আপনার বিজ্ঞাপনগুলো খুব সহজে গল্প লিখে বিভিন্ন ভাবে পোস্ট করতে পারবেন, এরজন্য কোনও কঠিন বিজ্ঞাপন ফরমেট ব্যাবহার করতে হয় না।

৪. গ্রাহক সমর্থন করেঃ

আগের মানুষ রা তাদের গ্রাহকদের কে ফোন দিয়া পণ্য সম্পর্কে জানাতও আর এখন ফেসবুক এর মেসেঞ্জারের মাধ্যমে গ্রাহকদের সাথে খুব সহজে কথা বলতে পারে। তাই  বর্তমানে ফেসবুক গ্রাহক সমর্থন অনেক বেশি বেড়ে গিয়েছে।

৫.এসিওতে ইতিবাচক প্রবাভ ফেলাঃ

ফেচেবুক এর মাধ্যমে কোন কিছু search করা হলে তা অতিসহজে পাওয়া জায়।যেমন কোন কিছু পোস্ট করলে খুব তারাতারি ফেসবুক বাবহারকারিদের কাছে পোঁছায়।

ফেসবুক মার্কেটিং এর ফরম্যাটে ঃ

  • ভিডিও বিজ্ঞাপন ঃ

ভিডিও বিজ্ঞাপন আটি আপনার পণ্যের মানগুলো সুন্দর করে উপস্থগাপন করে। ছোট ছোট ভিডিও গুলি গ্রাহকদের মনজক আকর্ষণ করে।

 

  • ছবি বিজ্ঞাপন ঃ

অনেক কম টাকা দিয়ে আপনি আপনার ফেসবুক পেজ এ ছবির মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন।ছবি বিজ্ঞাপন ব্যাবহার করে আপনি আপনার গ্রাহকদের আপানার ওয়েবসাইট এ ও নিয়ে যেতে পারেন।

  • ছবি বিজ্ঞাপনক্যারোজেল বিজ্ঞাপন ঃ

ক্যারোজেল বিজ্ঞাপন এর মাধ্যমে আপনি আপনার পেজ এ ১০টির ছবি বাঁ ভিডিও এক সাথে পোস্ট করতে পারবেন। কেরজেল কার্ড এর মাধ্যমে কাজটা সহজে করা যায়।

কেরজেল বিগাপন

 

 

  • সংগ্রহ বিজ্ঞাপন ঃ

এটি হল আপনি যখন কোন ছোট ছোট ছবি পোস্ট করে এক সাথে একটা ছবি বড় দেখাবে আর নিচে গ্রিড আকারে আরও ৪-৫ টা ছবি দেখাবে।

 

  • স্লাইডশো বিজ্ঞাপন:

এটি একটি ভিডিও মত ফরম্যাটে যা ইন্টারনেট গতি কম থাকলেও ভিডিওটি ভাল ভাবে কাজ করবে। আপনি চাইলে এই বিজ্ঞাপনে অনেক ধরণের সঙ্গীত ব্যাবহার করতে পারবেন।

স্লাইডশো বিগাপন

  • লিড প্রজম্মের বিজ্ঞাপন ঃ

এটি বেশি ব্যাবহার করা হয় মোবাইল ফোন দিয়ে।যখন একজন ব্যাবহারকারী এই পোস্ট এর মধ্যে বা ছবিটে ট্যাব করে তখন তাদের সামনে একটি ফরম আসে।

লিড প্রজম্মের বিজ্ঞাপন