যদি কোনো ব্যক্তি শুধু মাত্র একটি নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানির অধীনস্থ না হয়ে নিজের সুবিধামত সময়কে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করাকে ফ্রীল্যান্সিং বলে। যে এই কাজটি করে থাকে তাকে ফ্রীল্যান্সার বলে।

ফ্রীল্যান্সিং কিভাবে ও কোথায় হওয়া যায় 

ভালোভাবে ফ্রীল্যান্সিং হতে আপনি যদি অনলাইনের কোনো জানেন, যেমন

  • গুগল সার্চ,
  • ইমেইল মার্কেটিং,
  • কনটেন্ট তৈরি করা,
  • গ্রাফিক্স ডিজাইন,
  • ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন,
  • ভিডিও এডিটিং,
  • ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন তাহলেই আপনিও ফ্রীল্যান্সার হতে পারবেন।

ফ্রীল্যান্সিং হিসেবে নিজের দিকে কিভাবে আকৃষ্ট করবেন

আপনার পরিচিতি উপস্থাপনা সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। আপনার  একটি একাউন্ট বিভিন্ন ওয়েব পোর্টালের সুন্দর উপস্থাপনার মাধ্যমে বায়ারকে আকৃষ্ট করার জন্য তৈরী করতে হবে।বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় বা বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে ট্রেনিং এর মাধ্যমে ফ্রীল্যান্সার হতে আপনাকে সাহায্য  করছে। আপনি যে কোনো বিষয়ে আগ্রহী হলে আপনাকে দক্ষ করে গড়ে তোলাই হচ্ছে তাদের অদম্য লক্ষ্য।

ফ্রীল্যান্সিং থেকে উপার্জিত অর্থ আনবেন কিভাবে

বাংলাদেশের প্রেক্ষাপটে টাকা পাওয়ার নিশ্চয়তা নিয়ে সকলের মধ্যেই একটা ভয়ের কাজ করে।এর সমাধানের জন্য বিভিন্নভাবে আপনি আপনার উপার্জিত অর্থ নিজের একাউন্টে আনতে পারেন । এর নিশ্চায়নের জন্য এর আগে কে, কিভাবে তার একাউন্টে কিভাবে তার উপার্জিত অর্থ এনেছিল, আপনি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন।

দ্রুত সমাধান

এছাড়াও আপনি DUAL Exchange Card ব্যবহার করে সরাসরি আপনার একাউন্সে টাকা আনতে পারেন। 

সফল ফ্রীল্যান্সিং হতে কি করতে হবে

১) দৃঢ়প্রতিজ্ঞ ও অদম্য ইচ্ছাশক্তি থাকতে হবে।

২) পর্যাপ্ত সময় ও যোগাযোগের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে।

৩) বিভিন্নভাবে নিজেকে ফ্রীল্যান্সার নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে হবে।

৪) বর্তমান প্রেক্ষাপটে নিজেকে সব সময় নতুনত্ব করে গড়ে তুলতে হবে।

ফ্রীল্যান্সিং হতে যে সব বিষয় থেকে দূরে থাকতে হবে

১) বায়ার অর্থাৎ আপনি যার কাছ থেকে কাজ নিয়েছেন তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

২) নির্দিষ্ট সময়ের বাইরে  অতিরিক্ত সময় চেয়ে অনুরোধ করা যাবে না।

৩) মিস বিহেব অর্থাৎ বায়ারের সাথে কোনো ধরনের অসদাচরণ করা যাবে না।

৪) কপিরাইট আইন ভঙ্গ করা যাবে না।

আমি ভুল পথে যাচ্ছি নাতো

ফ্রীল্যান্সিং হতে সঠিক তথ্য না জেনে কারও কথায় প্ররোচিত হবেন না। আপনি যদি অল্পতেই ধৈর্য হারা হন তাহলে আপনি ভুল করছেন। কপি নয় নিজের ক্রিয়েটিভিটির উপর জোর দেন।কিছু সময় পর পর কাজের ফাঁকে একটু মেন্টালি বিরতি দেন। দেখবেন আপনার কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যাচ্ছে ।